লেটার ফ্রম ফিউচার।

 হাই ব্রো!


চিঠি পেয়ে ভাবছিস আমি কে? কেনই বা তোকে এই চিঠি লিখছি?

তবে শোন, আমি আসলে তুই, আর তুই পরে আমি হবি। বুঝতে পারছিস না? আসলে, আমি তোরই ভবিষ্যত। তবে এখন আমার বয়স ১৬ নয়, ২১!


আমার কথা আজগুবি লাগছে, ভাবছিস কেউ ফাজলামি করছে তোর সাথে, চিঠি ছিঁড়ে ফেলতে যাচ্ছিস!?

তবে শোন,

লুকিয়ে লুকিয়ে ইন্টারনেট টপ-আপ টা বন্ধ কর, বাবার অলরেডি সন্দেহ হয়েছে কিন্তু এই ব্যবসা তোকে বন্ধ করতে হবে নইলে খুব তাড়াতাড়ি হাতে নাতে ধরা পড়ে ক্যালানি খাবি!

আর হ্যাঁ, ইংলিশ টিউশন এ একসাথে পড়িস আর ইংলিশ এ আই লাভ ইউ বলতে তোর ফাটছে। তু্ই ওকে একটু সাহস নিয়ে প্রপোজ টা করে দে, ও রিজেক্ট করবেনা।


জানি তোর হায়ার সেকেন্ডারি এক্সাম শেষ, নীট এক্সামেও হেগে দিয়েছিস। কিন্তু নির্লজ্জ তুই এসব নিয়ে মাথা না ঘামিয়ে সদ্যগজানো ডানা আর গোঁফ নিয়ে ওই মেয়েটাকে ভোডাফোন কেয়ার এর নামে ফোন করে পটাবার চেষ্টা করছিস। ব্রো! সরি টু ডিসাপয়েন্ট ইউ বাট বিলিভ মি, কোনো ফায়দা নেই। ক’মাস পরেই সব চুপ হয়ে যাবে। বাট ফিয়ার নট, কারণ তুই এর থেকে আরো বড়ো বড়ো রিলেশনশিপ ব্লান্ডার সামলে নেওয়ার ক্ষমতা রাখিস।


কলেজ লাইফের জন্য তোর প্রতি আমার সমবেদনা রইলো। এত এক্সপেকটেশন রাখিস না, কলেজটা তোর সত্যিই জঘন্য যাবে। না পড়াশোনা, না প্রেম, কিস্যু হবে না তোর । তবে হ্যাঁ শান্তিনিকেতন মেসের জল ভরা রুমে থাকা আর মেসের রান্না খেতে পারা তোকে সারভাইভাল অফ দ্যা ফিটেস্টের রেসে অনেক এগিয়ে দেবে।

শাহরুখ খানকে নিয়ে বাড়াবাড়িটা বন্ধ কর। ওর বাকি সবকটা সিনেমা ফ্লপ হতে যাচ্ছে।

সারাদিন মোবাইল আর কম্পিউটার  না ঘেঁটে একটু পাসের পেপারগুলো পড়িস, স্পেশালি ফিজিক্স। নাহলে? নাহলে ব্রো তুই ফিজিক্সে ফেল করবি।

কলেজের শেষে এসে প্রেমটা তুই করিসনা। কিংবা করিস। অনেক সারপ্রাইজ আছে এতে বুঝলি অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু এক্সপেরিয়েন্স ইট।


ইউনিভার্সিটিতে ভর্তি হোস না, মাস্টার্স করার দরকার নেই। ফালতু দুবছর সময় নষ্ট না করে প্যাসন টা ফলো কর, জীবন অন্যরকম হবে।


শোভন কে বলিস, রং নাম্বার থেকে প্রেম রাইট হতে পারে না। ও যার সঙ্গে রাত দিন ফোনে লেগে আছে, ও আসলে ছেলে, ভালো মিমিক্রি পারে।


ফাইনালি,

বিজেপিকে ভোট দিস না, জীবনে রিগ্রেট করার অন্তত একটা টপিক কম হবে।


বেস্ট অফ লাক। সি ইউ সুন।


পুনশ্চ: ম্যাগী ছাড়া আরো কিছু রান্না করতে শেখ, নাহলে বিশ্বাস কর ২০২০ তে খুব ফাটবে। যদি না পারিস তো আর কি, চিঠি লিখিস নিজেকে, যেমনটা আমি লিখছি।

Comments

Popular posts from this blog

THE WHOLE NEW SANTINIKETAN MESS ASISTANT APP WITH REVAMPED UI WITH NEW FEATURES

Fate's Play: When Hearts Sync at the Wrong Beat

Lexicon