Posts

Showing posts from October, 2022

লেটার ফ্রম ফিউচার।

 হাই ব্রো! চিঠি পেয়ে ভাবছিস আমি কে? কেনই বা তোকে এই চিঠি লিখছি? তবে শোন, আমি আসলে তুই, আর তুই পরে আমি হবি। বুঝতে পারছিস না? আসলে, আমি তোরই ভবিষ্যত। তবে এখন আমার বয়স ১৬ নয়, ২১! আমার কথা আজগুবি লাগছে, ভাবছিস কেউ ফাজলামি করছে তোর সাথে, চিঠি ছিঁড়ে ফেলতে যাচ্ছিস!? তবে শোন, লুকিয়ে লুকিয়ে ইন্টারনেট টপ-আপ টা বন্ধ কর, বাবার অলরেডি সন্দেহ হয়েছে কিন্তু এই ব্যবসা তোকে বন্ধ করতে হবে নইলে খুব তাড়াতাড়ি হাতে নাতে ধরা পড়ে ক্যালানি খাবি! আর হ্যাঁ, ইংলিশ টিউশন এ একসাথে পড়িস আর ইংলিশ এ আই লাভ ইউ বলতে তোর ফাটছে। তু্ই ওকে একটু সাহস নিয়ে প্রপোজ টা করে দে, ও রিজেক্ট করবেনা। জানি তোর হায়ার সেকেন্ডারি এক্সাম শেষ, নীট এক্সামেও হেগে দিয়েছিস। কিন্তু নির্লজ্জ তুই এসব নিয়ে মাথা না ঘামিয়ে সদ্যগজানো ডানা আর গোঁফ নিয়ে ওই মেয়েটাকে ভোডাফোন কেয়ার এর নামে ফোন করে পটাবার চেষ্টা করছিস। ব্রো! সরি টু ডিসাপয়েন্ট ইউ বাট বিলিভ মি, কোনো ফায়দা নেই। ক’মাস পরেই সব চুপ হয়ে যাবে। বাট ফিয়ার নট, কারণ তুই এর থেকে আরো বড়ো বড়ো রিলেশনশিপ ব্লান্ডার সামলে নেওয়ার ক্ষমতা রাখিস। কলেজ লাইফের জন্য তোর প্রতি আমার সমবেদনা রইলো। এত...